শিলংয়ের তীঁরে মজেছে সিলেট : বাড়ছে অপরাধ

ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। সিলেট সীমান্তের একদম কাছাকাছি। শিলংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা হচ্ছে ‘তীর খেলা’।  অনেক ভারতীয়রা তাদের ভাগ্য পরিবর্তনের আশায় এ খেলায় অংশ নিয়ে থাকেন। এখন এ খেলা শুধু ভারতে সীমাবদ্ধ নয় । সীমান্ত পেরিয়ে এ খেলা এখন সিলেট ও  অনুষ্ঠিত হয়।  এ ‘তীর খেলা’য় বিপুল সংখ্যক মানুষ অংশ নিচ্ছে। সিলেটের যেকোন এলাকায় বসেই তারা শিলং জুয়ায় বাজি ধরছে। এ খেলাটি সপ্তাহের ছয়দিনই বসছে । প্রতিদিন দুইবার এ খেলার ড্র অনষ্টিত হয়ে থাকে। সিলেটে তাদের এজেন্টের মাধ্যমে এদেশীয় এজেন্টরা ভারতের এজেন্টের সাথে জুয়ার আসরের সমন¦য় করে থাকে। … Continue reading শিলংয়ের তীঁরে মজেছে সিলেট : বাড়ছে অপরাধ